সিরাজগঞ্জে বজ্রপাতে দুই কৃষকসহ এক জেলের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বজ্রপাতে দুই কৃষকসহ এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন।
স্থানীয়রা জানান, উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আতিক হাসানসহ আরও কয়েকজন মঙ্গলবার বিকেলে মাঠে কাজ করছিলেন এ সময় বজ্রপাতে মারা যায় আতিক। এসময় আহত হয় দুইজন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামে মাঠ থেকে খড়ের বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নজরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে মোহাম্মদ আলমগীর নামে এক জেলের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কুয়াকাটা সৈকতের মম্বীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।