সরকারের নানা অনিয়ম ভিন্ন খাতে নিতেই পরিমনীর ঘটনা সামনে আনা হয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার অসুস্থ্যতা, স্বাস্থ্যখাতের দুর্নীতি ও লুটপাট থেকে দৃষ্টি ভিন্ন খাতে নিতেই পরীমনির ঘটনাকে সামনে আনা হয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সঙ্গে প্রতারনা করে সরকার ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
বাকশাল কায়েমের মধ্য দিয়ে ১৯৭৫ সালের ১৬ জুন চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দেয় তৎকালীন সরকার। দিনটিকে সংবাদপত্রের কালো দিবস অখ্যায়িত করে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক করে বিএনপি।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন তারা।
দুর্নীতি থেকে দৃষ্টি সরাতে সরকার পরিমনীর ঘটনা সামনে এনেছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনগণের সঙ্গে প্রতারনা করে ক্ষমতায় রয়েছে সরকার। এর জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
দ্রুত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিও জানান মির্জা ফখরুল।