ঝিনাইদহে সব ধরনের সবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে সপ্তাহ’র ব্যবধানে সব ধরনের সবজির দাম পাইকারি বাজারে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে গেছে। এতে অবশ্য কৃষক খুশি। ব্যবসায়ীরা বলছে, উৎপাদন ও সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
ঝিনাইদহ সদরসহ বিভিন্ন উপজেলা থেকে সবজি আসে শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে সরগরম হয়ে ওঠে বাজার। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বেচা-কেনা।
সরবরাহ কম থাকায় সপ্তাহ’র ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রতিকেজি পাঁচ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে গেছে। উৎপাদনও কমেছে বলে জানায়, কৃষক। তবে, দাম বাড়ায় খুশি তারা।
সহসা দাম কমবে না বলে মনে করে, ব্যবসায়ীরা।
প্রতিদিন গড়ে এ বাজারে ৫০ লাখ টাকার বেশি সবজি কেনা-বেচা হয়। জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়।