বগুড়ায় হঠাৎ করেই কাঁচা মরিচের বাজারে ধস নেমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বগুড়ায় হঠাৎ করেই কাঁচা মরিচের বাজারে ধস নেমেছে। দাম হয়েছে প্রতি কেজি মাত্র আট টাকা। এতে বড় লোকসানে পড়েছেন স্থানীয় চাষিরা। বৃষ্টি কমলে দাম বাড়বে বলে জানায় কৃষি বিভাগ।
গেল বছর এসময়ে প্রতি কেজি মরিচের দাম ছিল এক’শ টাকার উপরে। এবার বগুড়ার মহাস্থান আর সারিয়াকান্দির হাট-বাজারে আট থেকে ১০ টাকা কেজি পাইকারি দরে মরিচ বিক্রি হচ্ছে। চাষাবাদের খরচ দূরের কথা, জমি থেকে মরিচ তুলে হাটে নেয়ার খরচও উঠছে না।
গেল কয়েক দিন টানা বৃষ্টিতে মরিচ ক্ষেতে পানি উঠেছে। পঁচন ধরার আগেই মরিচ তুলে ফেলছে কৃষক। যেকারণে বাজারে সরবরাহ বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
বৃষ্টি কমে গেলেই আবার দাম বাড়বে বলে জানায়, কৃষি বিভাগ। এবার বগুড়ায় চাষ ও ফলন দুটোই ভালো হয়েছে। ৯৫০ হেক্টর জমিতে প্রায় দু’হাজার এক মেট্রিক টন মরিচ পাওয়া যাবে।