আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগনের উন্নয়ন হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগনের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ পরবর্তী শাসকদের লক্ষ্য ছিল লুটপাট করে তাদের নিজেদের সম্পদ বাড়ানো। জনগনের উন্নয়ন তাদের লক্ষ্য ছিল না, বলে অভিযোগ করেন তিনি।
দেশের কয়েকটি উপজেলায় বিনামূল্যে নিঃস্ব পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সারা দেশে ভূমি ও গৃহহীন ৫৩ হাজার ৩৪০টি পরিবার আজ স্থায়ী ঠিকানা পেলো । প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক উপকারভোগীর হাতে জমিসহ ঘর, দলিল, নামজারি ও গৃহসনদ তুলে দেয়া হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। আজ দ্বিতীয় পর্যায়ে একসঙ্গে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হচ্ছে।