দেশে বাড়ছে করোনার সংক্রমণ
- আপডেট সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশে বাড়ছে করোনার সংক্রমণ। রাজধানীর বাইরে সনাক্তের হার ৫০ শতাংশের ওপরে। গেলো ২৪ ঘন্টায় রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে মারা গিয়েছে ১৯ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা কমছে না। প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। এই হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু। এ নিয়ে চলতি মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২১৩ জন। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন। গেলো ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন।
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন সদর উপজেলার,দুইজন দামুড়হুদা উপজেলার ও একজন জীবননগর উপজেলার বাসিন্দা। শনাক্তের হার বিবেচনায় ৫৩.৯৭%। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে।
এদিকে, ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪ জন। ৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। হার শতকরা ৫৫ ভাগ। মোট মৃত্যু ৬৬ জন।