স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে জনগণের টিকা পাওয়া অনিশ্চিত : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে জনগণের টিকা পাওয়া অনিশ্চিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় দেশের জনগণের নিরাপত্তা নেই। কঠোর আন্দোলন ছাড়া গণতন্ত্র উদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে জিয়া পরিষদ।
এতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা।
এ সময় দেশের বর্তমান অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন, বিএনপি মহাসচিব।
করোনা মহামারিতে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি।
জিয়াউর রহমানের দেখানো পথই একমাত্র মুক্তির উপায় বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।