সাংগঠনিক তৎপরতা বাড়াতে মেয়াদোত্তীর্ণ সব কমিটি পুণর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে : হানিফ
- আপডেট সময় : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ওয়ার্ড কমিটি এবং নভেম্বরে থানা আওয়ামী লীগের সম্মেলনের পর– দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম সফরে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন মাহবুবুল আলম হানিফ। হানিফ বলেন, সাংগঠনিক তৎপরতা বাড়াতে মেয়াদোত্তীর্ণ সব কমিটি পুণর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এসব কমিটিতে গত সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা নেতাকর্মীরা কোনভাবেই স্থান পাবেন না বলেও সাফ জানিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।