ঠাকুরগাঁওয়ে আম-লিচুর ফলন কম হলেও ভালো দামের আশা বাগান মালিকদের
- আপডেট সময় : ০৬:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে আম-লিচুর ফলন কম হলেও, ভালো দামের আশা করছে বাগান মালিকরা। তবে খরার কারণে ফলন কম হয়েছে বলে জানায় তারা। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভ হবে বলে জানায় চাষি ও মৌসুমী ব্যবসায়ীরা।
ঠাকুরগাঁওয়ের আম-লিচু এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায়। এখানে প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন বাগান। কিন্তু, গেল কয়েক বছরের তুলনায় এবার আম-লিচুর ফলন কম হয়েছে বলে জানায় চাষিরা। তবে, দাম ভালো পাওয়ার আশা করছে তারা।
আম্রপালী, গোপালভোগ, মিচরিভোগ, মল্লিকা, হাড়িভাংগা, বান্দিগড়ী,বারিফোর ও জেলার ঐতিহ্যবাহী সূর্যপূরি জাতের আম বেশি চাষ হয়েছে। পাঁচ হাজার চার’শ ৪৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫ হাজার মেট্রিক টন। লিচুর আবাদ হয়েছে আট’শ ৯০ হেক্টর। ফলন আশা করা হচ্ছে সারে তিন হাজার মেট্রিক টন।
বাণিজ্যিক কৃষির প্রয়োজনে কৃষকদের সার্বক্ষনিক সহযোগিতা করছে কৃষি বিভাগ।
আম-লিচুর ফলন বৃদ্ধি করে বিদেশেও রপ্তানি করতে চায় এই অঞ্চলের কৃষক।