একনেকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে ধীর গতি নিয়ে পরিকল্পনামন্ত্রীর অসন্তোষ প্রকাশ
- আপডেট সময় : ০৮:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
একনেকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে ধীর গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার নির্দেশনাও নির্দিষ্ট সময়ে বাস্তবায়িত হচ্ছে না।
মঙ্গলবার একনেক সভায় ৪ হাজার ১৬৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। তার মধ্যে সরকারের অর্থায়ন ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন এবং তিনটি সংশোধিত। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির মূল খরচ ৮০৫ কোটি ৮৯ লাখ টাকা। ২০১৮ সালের জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। কিন্তু এর মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।