করোনা আক্রান্ত হয়ে রাজশাহী, ঝিনাইদহ ও বগুড়ায় আরো ২৮ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে রাজশাহী, ঝিনাইদহ ও বগুড়ায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আবারও বেড়েছে মৃত্যু। গেল ২৪ ঘণ্টায় ১৬জন মারা গেছেন। এ মাসে এ পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৪২ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, মৃত ১৬ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। করোনা নেগেটিভ হয়ে মারা গেছে একজন।
ঝিনাইদহে করোনায় ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন জানান, সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব পরীক্ষা করা ২শ’ ২৭ টি নমুন পরীক্ষার ফলাফলে ১শ’ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে।
এদিকে, বগুড়ায় গেল ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৪ জন। এ নিয়ে বগুড়ায় করোনায় মারা গেছে ৩৫৫ জন। আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৪ জন।