রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে
- আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
করোনা রোগীদের চাহিদা মেটাতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছ। এতে বন্ধ হয়ে গেছে সাধারণ রোগীদের অপারেশন। তাই ক্যান্সারের মতো জরুরি ছাড়া, অন্য অপারেশনের রোগীদের ছেড়ে দেয়া হচ্ছে হাসপাতাল থেকে। পরিস্থিতি সামাল দিতে অক্সিজেন সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা এক মাস ধরে থামছে না করোনা রোগীর চাপ।বেডের চাহিদা মেটাতে সাধারণ ওয়ার্ডগুলোর রোগীদের দেয়া হচ্ছে ছাড়পত্র । এমন কি অপারেশনের রোগীদেরও আপাতত ওটিতে নেয়া হচ্ছে না।
অধিকাংশ করোনা রোগীকেই দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। ওয়ার্ডে ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ করতে গিয়ে অপারেশন থিয়েটারে অক্সিজেনের চাপ কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সিলিন্ডার অক্সিজেন দিয়ে অপারেশন করা হচ্ছে। হাসপাতালের পরিচালক জানান, সংকট মেটাতে জরুরিভিত্তিতে অক্সিজেন সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এ হাসপাতালে চিকিৎসক সংকটও দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিকিৎসক চাওয়া হলেও সাড়া মেলেনি এখনো ।
কেবল চলতি মাসেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে ২৪২জন। বুধবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ৪শ’র বেশি রোগী।