পথে পথে চলছে রাজধানী মুখী মানুষের ভোগান্তি
- আপডেট সময় : ০২:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধের মধ্যেও সকাল থেকে রাজধানী মুখী হচ্ছেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার প্রবেশদ্বার দিয়ে পায়ে হেঁটে ঢুকতে দেখা যায় মানুষদের ।পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ভাড়া গুনতে হচ্ছে অনেক বেশী। পথে পথে চলছে মানুষের ভোগান্তি।
ঢাকার চারপাশের সাত জেলাতে কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। করোনা রোধে ঢাকাকে বিচ্ছিন্ন করার জের টানছেন সাধারণ মানুষ। ভোর থেকেই ঢাকার প্রবেশ মুখে সব পয়েন্টে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকি। এতে পায়ে হেঁটে ঢাকায় ঢুকতে হচ্ছে কর্মজীবীদের। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
ভোগান্তির স্বীকার মানুষগুলো বলছেন, পথে পথে নানা ধরনের কষ্ট সহ্য করেই আসতে হচ্ছে ঢাকায়। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় নিরূপায় তারা।
এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও, মাইক্রোবাস এবং ব্যক্তিগত যানবাহনে করে অতিরিক্ত ভাড়ায় ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককেই।