মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, করোনার এই সময়ে যখন উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তখন বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ২শ’ ডলারেরও বেশী। জাতীয় অর্থনীতির অবস্থা বিশ্বের অনেক দেশ থেকেই সমৃদ্ধ। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে। বাংলাদেশ থেকে অনেকে বিদেশে গিয়ে কাজ করলেও এখন বিদেশীরাও এদেশে কাজের খোঁজে আসতে শুরু করেছেন বলে জানান তিনি।