বর্তমান সরকার খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল রাখতে কাজ করে যাচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল রাখতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় বালক পর্বে শেরপুর জেলা ময়মনসিংহ জেলাকে ১-০ পরাজিত করে এবং বালিকা পর্বে ময়মনসিংহ জেলা শেরপুর জেলাকে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।