বাংলাদেশের প্রবৃদ্ধিকে ছুঁতে পাকিস্তানের আরও ১২ বছর সময় লাগবে : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
মাতৃ-মৃত্যু হ্রাস, স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ– ভারত থেকে এগিয়ে রয়েছে। আর বাংলাদেশের প্রবৃদ্ধিকে ছুঁতে পাকিস্তানের আরও ১২ বছর সময় লাগবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট’ নিয়ে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতে দেয়া সরকারের ভর্তুকী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজে লেগেছে। এ সাফল্য টেকসই করতে সবাইকে সহযোগিতা করতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রান্তিক মানুষের দারিদ্র্য হ্রাস এবং জীবনমান উন্নয়নেও অবদান রাখছে। জনগণ এখনো পেনশন না পেলেও সরকারি কর্মচারীদের পেনশন সামাজিক সুরক্ষার আওতায় থাকাটাকে যুক্তিযুক্ত বলেও মনে করেন ড. আব্দুর রাজ্জাক।