বিএসএফের বাঁধায় বন্ধ বিলোনিয়া স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের কোটি টাকার কাজ
- আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দফায় দফায় বিএসএফের বাঁধার মুখে বন্ধ হয়ে গেছে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকার কাজ। দু’পক্ষের টানাপোড়নে এখন আতংক বিরাজ করছে সীমানায়। স্থানীয়রা জানায়, ভারত নিজে চুক্তি না মানলেও আন্তর্জাতিক সীমানার দোহাই দিয়ে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কাজ। ফলে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে বন্দরের নির্মাণ সামগ্রী, এতে শ্রমিক মুজুরী নিয়ে দিশেহারা ঠিকাদার প্রতিষ্ঠান। এনিয়ে একাধিক বৈঠকেও সুফল মিলছেনা বলে জানান বন্দর কতৃপক্ষ।
পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরটি দেশের একমাত্র রপ্তানিমুখি বন্দর।এ বন্দর দিয়ে রপ্তানি হয় ইট, বালু, সিমেন্ট ও শুটকি। পাশাপাশি যাত্রী পারাপার ও রাজস্ব আদায়ে এর রয়েছে অনেক সুনাম। তাই সরকার বন্দর অবকাঠামো উন্নয়নে ১০ একর জায়গা অধিগ্রহণ করে সাড়ে ৩৮ কোটি টাকা বরাদ্ধে ১৮ সালের জানুয়ারিতে নতুন প্রকল্প হাতে নেয়। পিবিএল টপ লাইন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১৯ সালের নভেম্বরে এর কাজ শুরু করে।কিন্তু শুরু থেকে বিএসএফ এর ব্যপক বাধাঁর মুখে প্রকল্প বাস্তবায়ন নিয়ে শংকায় রয়েছেন ঠিকাদাররা।
এখানে তৈরীর হচ্ছে টার্মিনাল, বিশ্রামাগার, ওয়ারহাউজ,ওপেন ইয়ার্ড,বন্দর অফিস,ব্যারাক ও ডরমিটরি সহ নানা স্থাপনা। এতে নতুন করে তৈরী হবে কর্মসংস্থান। কিন্ত কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
এদিকে দু’দেশের যৌথ সিদ্ধান্তে বন্দরের কাজ শুরু হয়েছে। তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে জানান বন্দর কতৃপক্ষ বন্দরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। তবে অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে সেনা মোতায়েনের দাবী স্থানীয়দের।