গোপালগঞ্জে করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই শেষ হয়েছে ভ্যাকসিন
- আপডেট সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে শেষ হয়ে গেছে ভ্যাকসিন। দ্বিতীয় ডোজের টিকা নিতে পারছেন না অনেকে। তাই দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তবে শিগগিরই টিকা মিলবে বলে আশা করছেন সিভিল সার্জন।
গত সাত ফ্রেব্রুয়ারি থেকে গোপালগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয় করোনার টিকা প্রদান। কয়েক দফায় জেলায় আসে সাড়ে ৭৪ হাজার ডোজ টিকা। প্রথম দফায় ৩৮ হাজার ৩৮৯ জন ও দ্বিতীয় দফায় ৩৫ হাজার ৮৬৪ জনকে টিকা দেয়া হয়। দ্বিতীয় ডোজ গ্রহণে বাকি রয়েছে আরো দু’হাজার ৫২৫ জন। কিন্তু, ভ্যাকসিন শেষ হওয়ায় দুর্ভোগে পড়েছে তারা।
ভ্যাকসিন না থাকায় টিকা কেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। দূর-দূরান্ত থেকে এসে সাধারন মানুষ ফিরে যাচ্ছে বলে জানায়, টিকা প্রদানকারীরা।
দ্রুতই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছেন, সিভিল সার্জন।
জেলায় টিকা নেয়ার জন্য ৪৭ হাজার ৬৮৮ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।