মগবাজারে বিস্ফোরণে নিহত ও আহতদের স্বজনদের কান্নায় এখনো ভারী হাসপাতাল এলাকা
- আপডেট সময় : ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের কান্নায় এখনো ভারী, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলের মর্গের আশেপাশের এলাকা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। এদের মাঝে ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সবাইকে বাঁচাতেই সর্বাত্মক চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে পরিবারের আয়ের একমাত্র উৎসকে হারিয়ে সরকারি বেসরকারি সাহায্যের আকুতি ছিল স্বজন হারাদের কণ্ঠে।
এই আর্তনাদ এক স্বামীহারা স্ত্রীর। এই আহাজারি এক ভাই হারা বোনের।
বড়দের মাঝে নিশ্চুপ বসে থাকা শিশুটি মগবাজার বিস্ফোরনে নিহত গাড়ী চালক আব্দুল কাশেমের একমাত্র মেয়ে মীম। ২য় শ্রেণীর এই শিক্ষার্থী কণ্ঠে শুধুই বাবার কথা।
স্বজনরা জানান এনজিওদের কাছে থেকে ঋণ করে গাড়ী চালক আব্দুল কাশেমকে গাড়ী কিনে দিয়েছিলেন স্ত্রী। একটু ভাল থাকার আশায় করা সেই চেষ্টায় হারিয়ে গেছে সেই প্রিয়জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মগবাজার ব্লাস্টের ঘটনায় এখান ভর্তি ৫ জনের মাঝে ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। পাশাপাশি ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলে।
অন্যদিকে স্বজনহারাদের আর্তনাদে ভারী ছিল ঢাকা মেডিকেলের মর্গ ও এর আশেপাশের এলাকা।
এরই মাঝে চোখে পড়ে এক শিশুর নিরব আর্তনাদ। বাবার সুখ স্মৃতির মাঝে দু:খ ভুলে থাকার চেষ্টা করছে ৯ম শ্রেনীর শিক্ষার্থী সিজার।
লাশ বুঝে নেবার সময়ও তৈরী হয় হৃদয় বিদারক দৃশ্য। একসময় যন্ত্রের গাড়ী মানুষের আর্তনাদকে পুঁজি করে ছুটে যায় চির বিদায়ের শেষ ঠিকানায়।