উন্নয়নকাজে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বেশি গুরুত্ব দেয়া হচ্ছে : তোফায়েল আহমেদ
- আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে রাজনীতিবিদদের চেয়ে বর্তমানে আমলাদেরই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে সংসদে অভিযোগ করেছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। আর সাম্প্রদায়িকতাই দেশের অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আরেক নেতা ও সংসদ সদস্য শেখ সেলিম। তিনি বলেন, বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতার উর্ধে উঠে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন।
দীর্ঘ নয় দিন বিরতির পর সোমবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট নিয়ে সংসদ অধিবেশন শুরু হয়। এসময় উপিস্থত ছিলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এসময়, জেষ্ঠ্য সংসদ সদস্য শেখ সেলিম বলেন, জিয়াউর রহমান ও স্বাধীনতা বিরোধীরা সব সময় দেশের উন্নয়নে বাধা গ্রস্থ করতে সাম্প্রদায়িকতার শক্তিকে উস্কে দিয়েছে।
আওয়ামীলীগের অন্যান্য সংসদ সদস্যরাও বলেন, দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে আমলাদের চেয়ে রাজনীতিবিদদের বেশি গুরুত্ব দেয়া উচিত।
অধিবেশনে রাজধানীর মগবাজারে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
এছাড়া, জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, করোনা সংক্রমণ ইস্যু নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে।