বরখাস্ত ওসি প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ
- আপডেট সময় : ০৫:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত মঙ্গলবার সকালে এ আদেশ দেন। ক্রোক করা অবৈধ সম্পত্তি দুদকের কাছ থেকে বুঝে নিতে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ দিয়েছে আদালত।
গেল বছরের জুলাইয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহাকে গুলি করে হত্যার ঘটনায় দেশ জুড়ে আলোচনায় আসে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। ওই মামলায় গ্রেফতারের পর চাকরি থেকে বরখাস্তও করা হয় প্রদীপকে।
এসময় প্রদীপ দম্পত্তির বিলাসী জীবণ ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও আলোচিত হয় দেশজুড়ে। যা নিয়ে তদন্তও শুরু করে দুদক। তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ দম্পত্তির বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটি।
আদালতের নির্দেশে প্রদীপের নামে থাকা কক্সবাজারের একটি ফ্লাট, চট্টগ্রামের পাচলাইশের একটি সেমিপাকা বাড়ি, তার স্ত্রীর নামে পাথরঘাটায় একটি বহুতল ভবন, দুটি গাড়ি আর বেসিক ব্যাংকের একটি হিসাব ক্রোক করে দুদক।
টানা ৯ মাসের তদন্ত শেষে অবৈধ সম্পদ অর্জনের সব তথ্য-প্রমাণসহ সম্পদগুলো আদালতের হেফাজতে দেয়ার আবেদন জানায় দুদক।
বিশ্লেষকদের দাবি, সিনহা হত্যার আগে মাদক ব্যবসাসহ বিভিন্ন ট্যাগ লাগিয়ে ক্রসফায়ারের নামে শতাধিক মানুষকে হত্যার অভিযোগ আছে ওসি প্রদীপের বিরুদ্ধে। তাই শুধু প্রদীপ ও তার পরিবারই নয় তাকে প্রশ্রয়দাতাদের আনতে হবে আইনের আওতায়।
দুদকের মামলা ছাড়াও মেজর সিনহা হত্যা মামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত ওসি প্রদীপ কারাগারে থাকলেও তার স্ত্রী চুমকি কারণ এখনো ধরা ছোঁয়ার বাইরে। তবে তাকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে দুদক।