বাংলাদেশ-চীন যৌথ অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া প্রয়োজন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
শান্তি, সুরক্ষা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু মোকাবিলায়, বাংলাদেশ-চীন যৌথ অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করেন, আগামী দিনগুলোতে দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার একশ’তম বার্ষিকী উপলক্ষে সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছাবার্তায় এ আশার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ-চীন এবং পাশাপাশি সিপিসি ও আওয়ামী লীগের সম্পর্ক সুদৃঢ় করতে সিপিসি নেতাদের অবদানের গভীর প্রশংসাও করেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টি তার ন্যায়বিচার, নীতি ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে চীনকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেছে। একইভাবে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। প্রধানমন্ত্রী আরো বলেন, দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা নাগরিকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ, চীনকে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিশ্বস্ত অংশীদার হিসাবে বিবেচনা করে।