আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি
- আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি। সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে প্রতীকী কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এসময় ভিসি বলেন, আগামী পহেলা নভেম্বর শতবর্ষের বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আবদুল হামিদ।
১৯২১ সালের পহেলা জুলাই ভারতবর্ষের পূর্বাঞ্চলে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই থেকে শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক– দেশের এই প্রাচীনতম এবং শীর্ষ বিদ্যাপীঠ। যা একসময় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাতি পায়।
শুধু গৌরব আর ঐতিহ্যই নয়, দেশের স্বাধীনতা সংগ্রামেরও নেতৃত্বদানকারী এ প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সকালে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও সাবেক কিছু শিক্ষার্থীদের নিয়ে সীমিত পরিসরে দিবসটির প্রতীকী কর্মসূচীর উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শুরুতেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবগাঁথা নিয়ে শতবর্ষ পাড়ি দিয়েছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান।
এসময় দিবসটি উপলক্ষে নভেম্বরে বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ মূল অনুষ্ঠান আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ড. আখতারুজ্জামান।
এর আগে দিবসটি উপলক্ষে কার্জন হল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের এক’শ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভিসি।