সুগন্ধা নদীর ভাঙ্গনে এখন হুমকির মুখে ঝালকাঠির নলছিটি উপজেলা
- আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৭১২ বার পড়া হয়েছে
সুগন্ধা নদীর ভাঙ্গনে এখন হুমকির মুখে ঝালকাঠির নলছিটি উপজেলা। শহর রক্ষা বেড়িবাঁধ না থাকায় নলছিটি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারসহ নানা স্থাপনা। হুমকির মুখে পড়েছে নলছিটি-বরিশাল আঞ্চলিক মহাসড়কও। উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বান দিয়েছে, উপজেলা প্রশাসন।
সুগন্ধা নদীর ভাঙ্গনে ঝালকাঠির নলছিটি পৌরসভার বিভিন্ন স্থাপনা, ঘর-বাড়ি এবং উপজেলার প্রতাপ, মগড় ও দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে মল্লিকপুর জামে মসজিদ ও ভূট্টো বাজারসহ অনেক ফসলি জমি ও ঘর-বাড়ি। হুমকির মুখে রয়েছে নলছিটি-বরিশাল আঞ্চলিক মহাসড়ক, সিকদার পাড়া জামে মসজিদ, খোজাখালি জামে মসজিদ এবং এসব এলাকার শত শত ঘর-বাড়ি।
স্থানীয়রা জানান, স্বাভাবিক জোয়ারের চাইতে পানি একটু বাড়লেই নলছিটি ফেরিঘাট, খাস মহল, লঞ্চ ঘাট, পুরাতন স্টিমার ঘাট, সিকদারপাড়াসহ বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়ে। এতে শহরের বাসিন্দারাও পানিবন্দি হয়ে পরেন। সাথে সাথে দেখা দেয় নদী ভাঙ্গন। নলছিটি শহর রক্ষাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্লক, বালি ভর্তি ব্যাগ নদীতে ফেলাসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবি জানিয়েছে তারা।
ব্যবস্থা নিতে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চায় এলাকাবাসী।