স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ : জাতীয় পার্টির চেয়ারম্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় সংসদে বাজেট অধিবেশন এর সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যখাতে চলমান দুর্বলতা করোনার সংকটে আরো প্রকট হয়েছে।
করোনা মোকাবিলায় সরকারের নানা পদক্ষেপ দূর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছ বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দরকার হলে বিকল্প ব্যবস্থা নিয়ে স্কুল কলেজ দ্রুত খুলে দেয়া প্রয়োজন।