বিএনপিকে এখন ফটোসেশনের জন্যও খুঁজে পাওয়া যাচ্ছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপিকে এখন ফটোসেশনের জন্যও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানোলাসহ করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় দেশের বেসরকারি বিভিন্ন সংগঠনগুলোর সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, তাদের কাজই হচ্ছে কিছু মানুষকে ত্রাণ দেয়ার ছবি তুলে বিদেশে বিভিন্ন দাতা সংস্থার কাছে পাঠানো আর টকশোতে গিয়ে সরকারের সমালোচনা করা।