কঠোর বিধি-নিষেধের চতুর্থ দিনে রাজধানীতে বেড়েছে চলাচল
- আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কঠোর বিধি-নিষেধের চতুর্থ দিনে রাজধানীর সড়কগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চলাচল বেড়েছে। অপ্রয়োজনে নয়, জরুরি কাজেই বেরিয়েছেন বলে জানান অনেকে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টগুলোতে সদুত্তর দিতে না পারলে, নগরবাসীকে গুণতে হচ্ছে জরিমানা। এদিকে, সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিলে ভোগান্তিতে পড়েন বাইরে বেরুনো মানুষ।
করোনার সংক্রমণ ঠেকাতে চলমান বিধি-নিষেধের চতুর্থ দিনে, রাজধানীর সড়কে কোলাহল কিছুটা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় রিক্সাই এখন নগরবাসীর অনিবার্য বাহন।
অনকেই জরুরি কাজে গন্তব্যে যাচ্ছে রিক্সা নিয়ে। তবে গণপরিবহন না থাকায়, ভোগান্তি বেড়েছে। রিক্সায় অতিরিক্ত ভাড়া নেয়ারও অভিযোগ করে তারা।
গুরুত্বর্পূণ পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট। বিধি লঙ্ঘনের প্রমান পেলেই নেয়া হচ্ছে ব্যবস্থা।
এদিকে, বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পানি ঢুকে পড়েছে দোকানে ও বাসা-বাড়িতে। দুর্ঘটনার শিকার হয়েছে কেউ কেউ।
জলাবদ্ধতা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে রাজধানীবাসী।