করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে। এদিকে, আইন অনুযায়ী খালেদা জিয়াকে আবার কারাগারে ফিরিয়ে দেয়ার চিন্তা করতে হবে, এমন মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সোমবার সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি দাবি করেন, করোনার ভ্যাকসিন সংগ্রহ জনগনের প্রতি সরকারের দেয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের রাজনীতিকে ষড়যন্ত্র, হত্যা আর অগণতান্ত্রীক পথে নিয়ে গেছে বিএনপি, তাই কখনোই কোন সত্য মেনে নিতে পারে না দলটি।
এদিকে, দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নব নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন তিনি।
প্রধানমন্ত্রীর সংসদের দেওয়া বক্তব্য শালীনতা বিবর্জিত, বিএনপি মহসচিবের এমন মন্তব্য বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সংসদে কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন প্রধানমন্ত্রী।