১২ কিলোমিটার সড়কে দুটি সেতুর অভাবে মানুষ ও যানবাহন সরাসরি চলাচল করতে পারছে না
- আপডেট সময় : ০২:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গাজীপুরের নাওজোর থেকে কাশিমপুর হয়ে জিরানী বাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটিতে দুটি সেতুর অভাবে মানুষ ও যানবাহন সরাসরি চলাচল করতে পারছে না। সারা বছর বাঁশের সাঁকো এবং বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত ৭০টি গ্রামের কয়েক লাখ মানুষ।ব্রীজ দুটি নির্মিত হলে গাজীপুরের সাথে নবীনগরের দুরত্ব কমে আসবে ৪ ভাগের এক ভাগে। সেই সাথে কমবে মানুষের দুর্ভোগ , বাঁচবে সময় ও খরচ।
গাজীপুর মহানগরের ঢাকা-বাইপাস সড়কের নাওজোর থেকে কাশিমপুর হয়ে নবীনগর যাতায়াতে ফেউচার গাড়া বিল এবং তুরাগ নদীতে ব্রীজের অভাবে সারা বছর পারাপারের মাধ্যম হচ্ছে বাঁশের সাঁকো এবং বর্ষায় নৌকা। অথচ ব্রীজ দুটি নির্মিত হলে জেলা শহরসহ ঢাকা ও জিরানী বাজার হয়ে সাভার-নবীনগর সড়কে উঠে বিভিন্ন গন্তব্যে যাতায়াতে দুরত্বও কমবে । সেই সাথে বাচঁবে সময় এবং খরচ। বর্তমানে সেতু দুইটির অভাবে বিপাকে রয়েছে অন্তত ৭০ গ্রামের কয়েক লাখ মানুষ।
কাশিমপুর বাজার হয়ে সাভার-নবীনগর সড়কের জিরানী বাজার পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজ প্রায় সমাপ্তির দিকে। তবে সেতু দুটি না থাকায় সরাসরি চলাচল করতে পারছে না যানবাহন।
তবে গাজীপুর সিটি করপোরেশন জাইকার প্রজেক্টের আওতায় সেতু দুইটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় এই কাউন্সিলর সড়ক থাকলেও গুরুত্বপূর্ণ সেতু দু’টির অভাবে এর সুফল ভোগ করতে পারছে না এলাকাবাসী। তাই শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে সড়ক ব্যবহারকারীরা।