দিনাজপুরের তুলাই নদীর খনন কাজ শুরু করা হয়নি উৎপত্তি স্থল থেকে
- আপডেট সময় : ০২:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের তুলাই নদীর খনন কাজ শুরু করা হয়নি উৎপত্তি স্থল থেকে। ঠিক রাখা হয়নি নদীর স্বাভাবিক গতিপথ।পরিসর ছোট হয়ে নদী পরিনত হয়েছে খালে। খননকৃত মাটি বিক্রি করে বেশ মোটা অঙ্কের বানিজ্য করেছে স্থানীয় প্রভাবশালীরা। নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এরই মধ্যে তুলাই নদীর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
২০১৯ সালে দিনাজপুরের তুলাই নদীর ৫৬ মাইল খননের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা বিরল উপজেলায় বৈরাগী পাড়ায় ভারতীয় সীমানায় গিয়ে । তবে পরিবর্তন করা হয়েছে নদীর স্বাভাবিক গতিপথ। নদীর আঁকাবাঁকা চলার পথকে কোথাও কোথাও করা হয়েছে সরল আকৃতির। ফিরিয়ে দেওয়া হয়নি নদীর স্বাভাবিক গতিপথ। ঠিক রাখা হয়নি প্রশস্ততা ও গভীরতা। নদী রূপান্তরিত হয়েছে খালে এমন অভিযোগ স্থানীয়দের
এদিকে নদীর স্বাভাবিক গতিপথকে ঠিক রেখে খনন না করায় অনেকে হারিয়েছে নিজস্ব সম্পত্তি। বাপ-দাদার দেওয়া একমাত্র সম্পত্তি হারিয়ে অসহায় অনেকে।
অভিযোগ রয়েছে নদীর খননকৃত মাটি দিয়ে বিরাট অঙ্কের ব্যবসা করেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। বিরল স্থল বন্দরের মাটি ভরাটের কাজ হয়েছে নদীর খননকৃত মাটি দিয়ে। এখানেও রয়েছে মোটা অংকের টাকার ভাগাভাগি।
নৌ- পরিবহন প্রতিমন্ত্রী বললেন, এরই মধ্যে তুলাই নদীর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জেলার অন্যান্য নদীগুলোকে নিয়ে গ্রহন করা হয়েছে মহাপরিকল্পনা।
সময় মতো প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লীষ্টদের নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।