শ্রমিকদের জীবন নিরাপদ করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা-ক্ষমার অযোগ্য : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
স্বাধীনতার পঞ্চাশ বছরেও শ্রমিকদের জীবন নিরাপদ করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা- ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, বর্তমানে যে-কোন ভবন ও কারখানা তৈরিতে মানা হচ্ছে না সুনির্দিষ্ট নীতিমালা। কারখানাগুলোতেও নেই অগ্নি প্রতিরোধের প্রয়োজনীয় যন্ত্রপাতি। এছাড়া দায়িত্বশীলদের জবাবদিহিতা না থাকায় ছোটবড় সব ধরনের অগ্নিকান্ডেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। দুপুরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এ অভিযোগ করেন জিএম কাদের।