২৪ ঘণ্টায় নতুন করে করোনা ও এর উপসর্গ নিয়ে সবচে বেশি মারা গেছে বরিশালে
- আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় নতুন করে করোনা ও এর উপসর্গ নিয়ে সবচে বেশি মারা গেছে বরিশালে। মৃত্যু সংখ্যা ১৯। এছাড়া খুলনায় একই কারণে আজ ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলায় এ পর্যন্ত মোট ১০৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
বরিশালে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। সবাই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ছিলেন।
খুলনার চারটি হাসপাতালে ১৮ জন মারা গেছেন। গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং জেনারেল হাসপাতালের ৩ জন এবং শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ১ জন মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রাণগাসি ১৭ জনের। ময়মনসিংহের ১০ জন, জামালপুর ও শেরপুরের ৩ জন করে এবং নেত্রকোণার একজন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ৪ জন এবং করোনা নেগেটিভ হওয়ার পরেও মারা গেছেন চার জন।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৮জন ও উপসর্গে ৬ জন।
গেল ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন।
এছাড়াও গেল ২৪ ঘন্টায় চট্রগ্রামে ৯, সাতক্ষীরায় ৫ এবং ঠাকুরগাওয়ে দুইজনের মারা গেছেন।