পানির তীব্র সংকট দেখা দিয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে
- আপডেট সময় : ০২:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পানির তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ফলে রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। গোসল কিম্বা আনুসাঙ্গিক প্রয়োজন মেটাতে কখনো কখনো বাইরে যেতে হচ্ছে । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পানির ট্যাংকির সমস্যার কারণে, সংকট তৈরি হয়েছে। সমাধানে সময় লাগবে আরো কদিন।
পানির বোতল নিয়ে রোগীর স্বজনদের এই ছোটাছুটি রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালে।ভোগান্তির এমন চিত্র, বেশকদিন ধরেই। পানির সংকটে রোগীদের রেখেই, পানি আনতে বাইরে যেতে হচ্ছে স্বজনদের।
হাসপাতালে শুধু বিশুদ্ধ পানির সংকট নয়-বেশিরভাগ সময় টয়লেটে যাওয়ার পানিও থাকে না। এতে পুরো পরিবেশটা নোংরা হয়ে থাকে। হাসপাতালে সুস্থ হতে এসে উল্টো আরও অসুস্থ হয়ে পড়ছে মানুষ। ভোগান্তিতে পরতে হয়েছে করোনা ওয়ার্ডের রোগীদেরও।
মাঝেমধ্যে পানি আসলেও , সেটির গতি মন্হর। সার্জারি বিভাগের ওয়াশরুম এটি।অনেকটা ঝুঁকি নিয়েই অপরিচ্ছন্ন ও পিচ্ছিল এই ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে রোগীদের। ভোগান্তির কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক। বলেছেন, সমস্যা সমাধানে কাজ চলছে, তবে লাগবে আরো তিন চারদিন। ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান ভুক্তভোগীদের।