গেল কয়েকদিন ধরে রংপুর বিভাগেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
- আপডেট সময় : ০২:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
গেল কয়েকদিন ধরে রংপুর বিভাগেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এতে করে করোনা আইসোলেশন হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ শয্যা সংকট। বিশেষায়িত হাসপাতালটির আইসিইউ শয্যা ৫০টিতে উন্নিত করার কথা থাকলেও এক বছরে তা বাস্তবায়ন করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে বর্তমান পরিস্থিতিতে রোগীর চাপ সামলাতেই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
বিভাগের ৮জেলার করোনা রোগীদের চিকিৎসায় গেল বছরই নবনিমর্মিত শিশু হাসপাতালটিকে ১শ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল রুপান্তরিত করে সরকার। বর্তমানে এই হাসপাতালে আইসিইউ শয্যা ১০টির মধ্যে ভেন্টিলেটর সুবিধা আছে আটটিতে।
রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপালটিতে ‘আইসিইউ বেড ফাঁকা নাই’ এমন সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
রোগীর স্বজনরা জানান, হাসপাতালটিতে উন্নত সেবা প্রদান করা হলেও, দীর্ঘ অপেক্ষার পরও পাওয়া যায় না আইসিইউ শয্যা। ফলে চরম র্দুভোগের পড়ছেন মুমূর্ষু রোগীরা।
সংক্রমণের দিক থেকে এ বিভাগে শীর্ষে দিনাজপুর এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর জেলা। স্বাস্থ্যবিভাগ বলছে বর্তমানে আইসিইউতে রোগীর চাপ থাকলেও বেড ফাঁকা না থাকায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে তাদের।
করোনা আক্রান্ত রোগীদের চাপ সামলাতে রংপুর মেডিকেলের একটি ওয়ার্ডে ৫০ শয্যার করোনা ইউনিট চালুর কথা জানিয়েছে জেলা প্রশাসন।
এখন পর্যন্ত বিভাগের ৮জেলায় ৩১ হাজার ৬৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর ৬২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।