রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি-এর উৎপাদন করতে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট
- আপডেট সময় : ০৮:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি-এর উৎপাদন করতে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এ টিকার উৎপাদন।
এরইমধ্যে সেরামকে স্পুটনিক ভি তৈরির ছাড়পত্রও দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক দফতর। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। ভারতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফ থেকে জানানো হয়েছে, বছরে ৩শ’ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, সেপ্টেম্বরের মধ্যেই সেরাম থেকে রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ ছাড়া হবে । এদিকে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে সংক্রমণ কমলেও একদিনের ব্যবধানে লাফিয়ে বেড়েছে মৃত্যু । গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩১ হাজার ৪৪৩ জনে। গত কয়েকমাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন । তবে একদিনেই নতুন করে আরও ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।এর মধ্যে শুধু মধ্যপ্রদেশেই মারা গেছে ১ হাজার ৪৮১ জন।