হুসেইন মুহম্মদ এরশাদে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি
- আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। দোয়া মাহফিলসহ রাজধানীর কাকরাইলে দু:স্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।এদিকে, শ্রদ্ধা আর ভালোবাসায় ২য় মৃত্যুবার্ষিকীতে সাবেকে এই রাষ্ট্রপতিকে স্মরণ করলেন রংপুরের দলীয় নেতাকর্মীরা।
কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরেই ফুলেল শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি এরশাদের সমাধিতে। শ্রদ্ধা জানাতে জড়ো হন জাতীয় পার্টির লাখো নেতাকর্মী।সকাল ১১টায় একে-একে দলের জেলা, মহানগর,ওয়ার্ড কমিটি, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পল্লীবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত হন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।