চট্টগ্রাম থেকে নতুন মাদক ক্রিস্টাল ম্যাথ ও ইয়াবাসহ তিনজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার থেকে নতুন মাদক ক্রিস্টাল ম্যাথ ও ৫ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সকালে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সালাম কবির। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ৮০ গ্রাম ক্রিস্টাল ম্যাথসহ জালাল নামে একজনকে আটক করা হয়। যার বাজার মূল্য ৮ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানা যায় মিয়ানমারের এক নাগরিকের কাছ থেকে সে আইসগুলো বিক্রির জন্য নিয়েছিল।তার স্বীকারোক্তির ভিত্তিতে পরে ফারুক ও মোতালেব নামের আরো দুই সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার পিস ইয়াবা ।