করোনায় সংক্রমণ ও মৃত্যুর মিছিল দিন দিনই দীর্ঘ হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনায় সংক্রমণ ও মৃত্যুর মিছিল দিন দিনই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারাদেশে আরও ১৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৪৬৫ জনে।
২৪ ঘণ্টায় মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১১৩ ও নারী ৭৪ জন। বিভাগওয়ারী হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৮ জন, খুলনা বিভাগে ৩৯ জন ও চট্টগ্রাম বিভাগে ৩৬ জন মারা গেছেন। একই সময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৬২৭টি ল্যাবরেটরিতে ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্তের হার ২৯ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৬১ শতাংশ।