সংক্রমণের ঝুঁকি আর শঙ্কার মধ্যেই বাড়ি ফিরছেন মানুষ
- আপডেট সময় : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গ্রামে থাকা পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। রেলপথে এখনো তেমন চাপ দেখা যায়নি। বিধি মেনেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নগরবাসী। তবে, আগামী দু’তিন দিন এই ধারা অব্যাহত রাখা চ্যালেঞ্জ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল। সাড়িবদ্ধভাবে রাখা বাসগুলো অপেক্ষা করছে যাত্রীদের জন্য। ঈদের ছুটি শুরু না হওয়ায়, তেমন চাপ দেখা যায়নি এখানে।
অতিরিক্ত ভাড়া ও যাত্রী নেয়ারও কোনো অভিযোগ নেই। স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা।
অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর রয়েছে বলে জানান মোবাইল কোর্টের বিচারক।
যাত্রী চাপ নেই কমলাপুর রেল স্টেশনেও। নির্দিষ্ট সময়েই স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে, অনলাইনে টিকেট পেতে বেগ পেতে হচ্ছে বলে জানায় যাত্রীরা।
ঈদকে সামনে রেখে ৩৮ জোড়া আন্ত:নগর ও ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করছে। সামনের দিনগুলোতে শিডিউল বিপর্যয় ও অতিরিক্ত যাত্রী ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও তেমন চাপ পড়েনি। তবে রবিবার থেকে জনস্রোত বাড়বে বলে মনে করছে, সংশ্লিষ্টরা।