ঈদ ঘিরে করোনার ঝুঁকি আর ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ
- আপডেট সময় : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। অন্যদিকে, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধি আর তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে বাংলাবাজার ঘাটে। এদিকে, নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে মহাসড়কে যানজটে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। করোনার মধ্যে ঈদের ছুটিতে আপনজনের কাছে যেতে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের।
ঈদকে কেন্দ্র করে আজও দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের চাপ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে। পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরী চলাচল। ঘাটে আটকে আছে প্রায় পাঁচ শতাধিক যান।পারাপারের অপেক্ষায় রয়েছে অসংখ্য পণ্য বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান। এই নৌপথে বর্তমানে ১৩টি ফেরি ও ৮৩টি লঞ্চ সচল রয়েছে।
তীব্র যানজট পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। যাত্রীবাহী বাস, ব্যাক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক পার করতে কাজ করছে ১৫টি ফেরি। যাত্রী পারাপারে আছে ৩৪টি লঞ্চ।
মাদারীপুরের বাংলাবাজার ঘাটে বাড়তি যান দেখা গেছে গরু পারাপারের জন্য।
ঢাকা থেকে বের হওয়ার পথ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন এলাকায় গাড়ির চাপ আরো কয়েকগুণ বেড়েছে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার ঢল নেমেছে।
তিনগুন পরিবহণের চাপ এবং বঙ্গবন্ধু সেতুর টোল আদায় দফায় দফায় বন্ধ থাকায় বহু কিলোমিটার জুড়ে যানজট। ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী গাড়ি আটকে আছে। গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকার পথে থাকা ব্যবসায়ীদের সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু থেকে বেশ কয়েক কিলোমিটার জুড়ে ধীর গতিতে ছুটছে গাড়ি।