দিনাজপুরের চামড়া বাজারে ব্যাপক ধস নামায় হতাশ চামড়া ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৬:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের চামড়া বাজারে ব্যাপক ধস নামায় হতাশ চামড়া ব্যবসায়ীরা। ১৫ হাজার টাকা দামের খাসির চামড়া বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। আর লাখ টাকার গরুর চামড়ার দাম ৪শ’ টাকা।
১৫ থেকে ২০ হাজার টাকায় কেনা কোরবানির খাসির চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১৫ থেকে ২০ টাকায় । আর ১ লক্ষ থেকে দেড় লক্ষ টাকা দামের গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকায়। মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২শ’ টাকা করে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মৌসুমী ব্যবসায়ীসহ সাধারণ বিক্রেতারা। সহজে বিক্রি হচ্ছে না বকরি ও খাসির চামড়া। দিনাজপুর রামনগরের চামড়া ব্যবসায়ীরা জানান, পুঁজি সংকটে তারা চামড়া কিনতে পারছেন না। ঢাকাসহ বিভিন্ন স্থানের ট্যানারী মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের পাওনা বাকী থাকায় এবারে চামড়া কিনতে পারছেন না তারা। আর মৌসুমী ব্যবসায়ীরা বলছে এবারে পুঁজি যা ছিল তা হারিয়ে পথে বসতে হবে।