পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যা বিষোদগার করেছে বিএনপি: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজনৈতিক শিষ্টাচার নাই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যা বিষোদগার করেছে বিএনপি- এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি নিয়ে বিপদে আছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি নেতাদের গাত্রদাহ হচ্ছে। নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন , বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই তারা এখন অর্থহীন বক্তব্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।