২৩ দফা নির্দেশনা দিয়ে আজ থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ
- আপডেট সময় : ০২:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
২৩ দফা নির্দেশনা দিয়ে আজ থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করেছিল সরকার।
এ সময়সীমা শেষ হওয়ার পর আজ সকাল ৬টা থেকে সারাদেশে পুনরায় শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।এ বিধিনিষেধ বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল ঈদের আগেই। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, যত দিন ভ্যাকসিন দেয়া না হয় তত দিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পরের লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে।
আগের লকডাউনে গার্মেন্টস খোলা থাকলেও এবার বন্ধ থাকবে গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।চলবে না গণপরিবহন।পরিচয়পত্র দেখিয়ে জরুরী পরিসেবা পরিবহন ও গণমাধ্যমকর্মীরা চলচলা করতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ২৩ দফা নির্দেশনা দিয়ে আজ ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।