বোলতলীতে ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা ৬ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বোলতলীতে ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা ৬ যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, ঢাকার দিক থেকে আসা একটি ছোট ট্রাক ও নওয়াপাড়ার দিক থেকে যাওয়া একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।