সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশগ্রহণে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের
- আপডেট সময় : ০৩:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশগ্রহণে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। অপেক্ষার পালা শেষ, আজ জাপানের টোকিওতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের। নামকরণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। অংশ নিচ্ছে ২০৬টি দেশের খেলোয়াড়রা।
গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের ১২১ দিনের টর্চ রিলে বা মশাল দৌড়। এটি শুক্রবার ফুকুশিমায় শেষ হবে।মশাল দৌড়ে ১০ হাজার দৌড়বিদ অংশ নিচ্ছে৷ করোনার কারণে কোনো দর্শক ছাড়াই হয় টর্চ রিলের মূল অনুষ্ঠান। জাপানের ক্রীড়াবিদ আজুসা ইওয়াশিমিজু প্রথম মশাল হাতে নিয়ে দৌড়ান। পুরো অনুষ্ঠানটি স্ট্রিমিং করে লাইভ দেখানো হয়েছে৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিনিধি, বিদেশি ডেলিগেট, পৃষ্ঠপোষক ও গেমস সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তি শুক্রবার টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন। অলিম্পিকে অংশ নিচ্ছেন না অনেক নামিদামি তারকা, কারণ মহামারী। এদিকে ‘নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা’- এই স্লোগানকে সামনে রেখে টোকিও অলিম্পিকে গেছে বাংলাদেশ। প্রথমবারের মতো সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা খুলনার ছেলে আরচার রোমান সানা। তাকে ঘিরেই এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।