মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জে এক এসআইকে সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
মাদক বহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জে পুলিশের এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া মুমিন সিরাজী শহরের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, এসআই মুমিন সিরাজী কয়েকদিন আগে ছুটিতে গিয়েছিলেন। ময়মনসিংহে তার মাদক বহনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, এসআই মুমিন সিরাজী ছুটি নিয়ে ময়মনসিংহে অবস্থান করছিলেন। সেখানে কয়েকদিন আগে ফেনসিডিল ও গাঁজাসহ আটক হয় সে। তাই মাদক পরিবহনের অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।