করোনার টিকা গ্রহণকারীদের বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হচ্ছে
- আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সকালে রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যের ডিজি আরো জানান, এনআইডি কার্ড ছাড়া সাধারণ প্রক্রিয়ায় টিকাদান কমূসূচি চালু করার চিন্তা ভাবনা করছে সরকার।
ঈদ ছুটির তৃতীয় দিনেও হাসপাতালগুলোতে ছিলো করোনা রোগীর ভিড়। ছুটির দিনও তাদের সেবায় নিরলস কাজ করছেন ডাক্তার ও নার্সরা।
করোনার কারণে অনেক পরিবার উদযাপন করতে পারেনি এবারের ঈদুল আযহা। তাদের কাছে এবারের ঈদ অনেক বেদনা ও ধূসর ।
তবে, ঈদ ছুটিতেও ডাক্তার ও নার্সরা নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান রোগীর স্বজনরা।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যের মহাপরিচালক জানান, সবাইকে টিকার আওতায় আনতে পারলে সংক্রমণের ঝুঁকি কমবে ।
তিনি আরো জানান, রোগীদের ৯৭ শতাংশ ঢাকার বাইরের। করোনা রোগীর চাপ সামাল দিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি রয়েছে। ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার জন্যও পরামর্শ দিয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।।