আগের যেকোনো বিধি নিষেধের তুলনায় এবারের বিধি নিষেধ কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে
- আপডেট সময় : ০৭:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আগের যেকোনো বিধি নিষেধের তুলনায় এবারের বিধি নিষেধ কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে। রাজধানীর সড়কগুলোতে কয়েক কিলোমিটার পর পর দেওয়া হয়েছে ব্যারিকেড। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় জনশূন্য নগরীতে পরিণত হয়েছে ঢাকা। অলিগলিতে রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
একদিকে শ্রাবণের নির্ঝুম কান্না বৃষ্টি, অন্যদিকে ছুটির দিন। সব কিছু যেন শ্রাবণের মেঘে মিশে হয়েছে একাকার।
তাই তো এবারের কঠোর বিধি নিষেধে রাজধানীর ব্যাস্ত সড়কগুলো পরিণিত হয়েছে জনমানব শূন্য।
যারা বাধ্য হয়ে জরুরী প্রয়জনে বের হয়েছিল তারা বলছেন, অন্যান্য বারের তুলনায় এবারের বিধি নিষেধ কঠোর ভাবে পালন হচ্ছে।
তবে, অন্যান্য বারের মত স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে কিছুটা উদাসিন দেখা যায় রিক্সা চালকদের।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সরকারের দেয়া বিধি নিষেধ মানতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হবার জন্য সবাইকে সচেতন থানার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
এবারের বিধি নিষেধে শপিংমল, কলকারখান, গার্মেন্টস হতে শুরু করে সরকারি ও বেসরকারী সব অফিস-আদালত বন্ধ থাকছে।