আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি
- আপডেট সময় : ০২:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে পানি বাড়ার সাথে সাথে আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। হুমকির মুখে পড়েছে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ ও বাহেরচর-কাতলা গ্রাম। এছাড়া, জেলার অন্তত ১৩টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙ্গন। ডাম্পিং কার্যক্রম চালানো হচ্ছে বলে জানায়, পানি উন্নয়ন বোর্ড।
গত দু’সপ্তাহ ধরে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের পানি বাড়তে শুরু করে। এতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ ও বাহেরচর-কাতলা গ্রামের অর্ধশত ঘরবাড়ি এবং হেক্টরের পর হেক্টর জমি ইতোমেধ্য বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে স্কুল-মসজিদসহ একাধিক স্থাপনা। অসংখ্য ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানিয়েছে তারা।
ভাঙ্গনরোধে তাৎক্ষনিকভাবে ৫৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ডাম্পিং কার্যক্রম।
জেলার কুমার নদ ও টরকি নদীর অন্তত দুই কিলোমিটার এলাকাও ভেঙ্গেছে। মেরামতের জন্য ৯০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বলে জানায়, পানি উন্নয়ন বোর্ড।
মাদারীপুর সদরের কালিকাপুর, গাছবাড়িয়া, জাজিড়া, বাহেরচর-কাতলা, মহিষেরচর, জাফরাবাদ, শ্রীনদী, চর ঘুনসি, কোটবাড়ি শ্রীনদী, আউলিয়াকান্দি, হবিগঞ্জ, কুলিপোদ্বি ও কালকিনির রমজানপুর পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙ্গন।