ঘর থেকে বের হয়ে গুণতে হচ্ছে জরিমানা
- আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে বিধিনিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। এমন পরিস্থিতিতেও ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে মানুষ ও ব্যক্তিগত পরিবহনের চাপ বেড়েছে। এদিকে, ঈদের ছুটির পর আজ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে চালু হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধের মধ্যে রোববার খুলেছে সরকারী-বেসরকারী সব ব্যাংক। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলে।
তবে রাজধানীর ব্যাংক শাখাগুলোয় তেমন একটা ভিড় চোখে পড়েনি। অল্প কিছু গ্রাহক এসে প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সেরেছেন।
এইদিকে, জীবন ও জীবীকার তাগিদে গ্রাম থেকে বিভিন্ন উপায়ে রাজধানীতে প্রবেশ করছেন সাধারণ মানুষ। বিধি নিষেধ না মানায় অনেককেই গুনতে হয় জরিমানা।
চেক পোস্টে থাকা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যারা বিনা প্রয়োজনের বের হচ্ছেন শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।